অভিষেক রায়
জন্ম ১৯৯২। স্বভাবদোষে কবিতায় আসা, ইদানীং সৎসঙ্গে পরিপক্ব হয়ে ওঠার পথে।।
অর্ধাহার বেচে দিচ্ছি
পরিমিত লবণে-ই ফুটে ওঠে রান্না
নিয়মিত তামাক সেবনের সুফল
একটি আয়ত নেত্র,উন্মীলিত নীল
কিংবা চেয়ে থাকা
অত্যন্ত আনন্দসংবাদ আজকে
ভেঙে গেছে মই-য়ের ভিতরকার রাস্তাটি
বান্ধবীহীন সোনা ছেলের হারিয়েছে সাত বোন ও একটি পত্রালাপ
এক ব্যর্থ বিনিময়ের সুরবাদ* * * *
ব্যর্থ কোকিল,মন দিচ্ছে না লতা ও হারিয়ে যাওয়া হাসিস
তুমি শুনতে পাচ্ছ বোনা জালের গুঞ্জন,গর্জন
"কি রকম করে ভেঙে গেল বর্ষা, এই বিকল্প ধরে
বহু বিখ্যাত নকসার প্রক্ষালন..."
মন দিচ্ছে না অভিনেত্রী সুলভ হাতিয়ার
চামড়ার প্যাকেটে লেখা "কিনবেন না"
এ এক আজব গোলমাল
যথার্থ-ই এরম কোনও যোগাযোগ কুড়িয়ে পায়নি হাওড়া ব্রীজ
ডিউস বলের গতিবেগ পরিমাপ করতে এ এক অনিন্দ্য হিমশিম খেতে হচ্ছে
এক অজেয় অক্ষর তুলে আনি বর্ণমালা থেকে* * * *
বলি
'এই সীমিত প্রক্ষালনে কি গভীর পরিমিতিবোধ
ঢোকাতে চাইছ, সূ৺চ ফুটিয়ে বুঝবে সুরারোপ হয়েছিল কি না
বিনিময়ের রাস্তায় দাঁড়িয়ে আছো
গভীর কটিদেশের দিকে তাকিয়ে তাকিয়ে দিন চলে যায়...'
অতএব গুনবে এসো হাতছাড়া কাজ
বলবে সন্ধ্যার মণ্ডপে তারাদের হাজিরা কত ছিল
তিমি-ভোর* * * *
এই মজাটা ধরতে পারেনি অনেকেই
বেজেছিল দুপুর,পিয়ানো
দুপুর,পিয়ানো
ও ভোর তেলচুক করছে
রেখেছে
রেখেছে নোটবুক ও প্রাক্কালে
নমনীয়তা
ওই ভোর ঘোড়ার ডাক ও নমনীয়তা গেছে রেখে
সানন্দে!* * * *
একটি গুরুত্বপূর্ণ খবর জারির ব্যাপার আছে সানন্দে গুরুপাক ও অনন্ত
মৃতটান ও মৃতডিম এমন-ই এক সন্ধ্যায় অনন্ত ও নিরন্ন সমস্ত না
সমস্ত না থমকে গেল ট্রাম
নিরন্ন ছিল না প্রভাতের ডিমগুলি
অন্য না অন্য না প্রভাতকরবী
ঠিক যেন মায়ের মতন
সামান্য স্তনস্পর্শে জড়িয়ে ধরেছিল ঘাম
চিনেবাদাম ছিঁড়ে খাওয়া* * * *
ও ভঙ্গি মুখের কোণে,
আলোধৌত ও হাঁসেদের পত্ পত্
এ কেমন রাজত্ব? নিরন্তর কিসমিস আমদানি
বন্ধ করেছিল ভারত।
এ কী অঘ্রাণ এল? আজ সোমবার?
দ্রুত বুনন গড়ে উঠল
উলটো হয়ে, অনামিকা রঙের ওড়না
ওহ্ সেই সেইদিনকার আওয়াজ!* * * *
রঙিন বালুকারাশি ছাড়া কোথাও পাবে না এই সমাপতন,
কি ও কেন ভাবছ যে বড়
আমি ক্রমশ চওড়া হয়ে যাই।
ব্যান্ডেলে বিদ্যুৎ পৌঁছে দিতে আমরা তিনজন
যথেষ্ট সচেষ্ট ছিলাম
কি অভিনয়ের সন্ধ্যা ছিল সেটা!
বাতিল নাটকের অংশ নিয়ে আমরা অদলবদল করে দেখেছিলাম
কেন কাছে আসো না* * * *
মন্থর রৌদ্রে ঘুণ ধরে গেছে
জ্যামিতিক পরিণতির
আলোর দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যাথা হয়ে এল
অন্যথা তোমার হাওয়ার গতিবেগ
বুঝে ফেলতাম
গলে যাওয়া মোম হাতে একা
অন্যত্র চড়ুইভাতির ইঙ্গিত রাখছ
রেখে দিচ্ছ দেড়শো বছর পুরনো মাটির দেওয়ালে
বাহ। কয়েকটি জায়গায় প্রেসেন্টেশন ইউনিক। ভালো লাগলো অভিষেক। সামনাসামনি আরও অনেক কথা বলব।
উত্তরমুছুনnischoi
উত্তরমুছুন