• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

বিপ্লব গঙ্গোপাধ্যায়



  
জলের জার্নি

 দৃষ্টি
   ছুঁ
       য়ে
            আছে
 বাইদ বহাল । কৃষি জমি ।  উঠোন পেরিয়ে
      দূ    রে     লাঙলের  ধারালো ইস্পাত । 
ছুড়ে ফেলে আগাছা জঞ্জাল । সবুজ ব্রা ।
               নুনগন্ধ । সুঠাম উৎসব । আধখোলা মাঠ  
               এখন নীলাভ ঠোঁটে ওমগন্ধ । নগ্ন নাভি । অনতিদূর মহার্ঘ  পৃথিবী ।  
কাঙ্খিত বৃষ্টির শব্দে ছুটে যাচ্ছে ট্রেন । হুইসলে শীৎকার । প্রশ্বাসিত আলাপন ।
এই তো          ন্ত   ডানা । ফেরোমন   তীব্রগন্ধ    গাঢ় 
উজ্জ্বল মসৃণ পথ  কড়া  নাড়ে । রিংটোন ...  সংশ্লেষে বাহুর বলয় ।
কেবল ঘণ্টার শব্দ ত্রিকোণের খিদে সর্বনাশ । ধান বোনার কমিউনিটি পেরিয়ে ডার্কনেস
      দৌ উ          
বৃষ্টি আ     ছে  ...
রেনকোট  খুলে দিচ্ছে স্নাতকের  লিরিক্যাল হাত ।


পৌনে দশটার ট্রেন

ফ্রকের উল্টোদিকে 
                            চোখ
......   ভালোবাসা  আঁকতে পারো ?
 নীরবতা     ফিসফাস 
ছেঁড়া দড়ির শিল্পে  
শিস      দিচ্ছে ঘ্রাণ
বাথটবের জল ও  হাইড্রেনে
স্বপ্ন দেখে     মু   দ্র । ফেনিল উচ্ছ্বাস ।

পৌনে দশটার ট্রেন    
              পুনর্জন্ম চায় ।



আপডেট

হাসি
                        লু           তে  
লু           তে               

বাড়ি ফিরছি ।
পোকা কাটা ঘুমে সেডিমেন্ট  জমছে
ধা    রা    বা   হি  
স্বপ্ন আপডেট করছে
            চোখ
মৌল বিস্তারে বিকেল ফুলিয়ে সন্ধ্যেরাত

হাউসফুল ...।

হাসি ফেটে যাচ্ছে    দু          ম ।



টক শো

চিন্তাগুলো খামভরতি । তার উপরে টুপটাপ গোলাপি খুশবু...।  ভ্যান্তারা মারছে সময় । দীর্ঘ মেয়াদি স্বাধীনতা ।
পিঁপড়ে আসছে না তবু
নান্দনিক ক্যামেরায়
     উল্লাশ । মিথ্যে রূপান্তর ।অথবা মতিভ্রম মান্যতা পাচ্ছে ।
বাচালতা কে শিল্পরূপ দিতে গিয়ে
দিগন্তরেখা টপকে যায় – শব্দ




সমীকরণ

গুহার প্রবণতা থেকে
জানলা খুলে দিচ্ছে কেউ     রোদে  
মলাটে পরিযায়ী দাগ   বাস্পবদ্ধ    মুক্তাঞ্চল
লুকিয়ে দেখার  কিছু সমীকরণ  নীলজিভে
ত্রিভুজের তি ন টি বাহু
শূন্যতা আড়াল করে হেসে ওঠে অনর্থক ...।


 
My Blogger Tricks

৩টি মন্তব্য:

  1. Talk show r somikoron khub bhalo laglo.bakigulo koshto kore Porte holo golojoger jonyo..tobuo bhalo laga apnake o baak e

    উত্তরমুছুন
  2. পাঠ প্রতিক্রিয়া জেনে খুব ভাল লাগল তুষ্টি ভট্টাচার্য ও জিনাত ইসলাম । মেন্ডেল ও মারাত্মক হয়েছে ।

    উত্তরমুছুন
  3. আলাদা করে কিছু বলার নেই ,
    সব কটি লেখা খুব ভালো লাগলো

    উত্তরমুছুন