• কবিতা সুর্মা


    কবি কবিতা আর কবিতার কাজল-লতা জুড়ে যে আলো-অন্ধকার তার নিজস্ব পুনর্লিখন।


    সম্পাদনায় - উমাপদ কর
  • ভাবনালেখা লেখাভাবনা


    কবিতা নিয়ে গদ্য। কবিতা এবং গদ্যের ভেদরেখাকে প্রশ্ন করতেই এই বিভাগটির অবতারণা। পাঠক এবং কবির ভেদরেখাকেও।


    সম্পাদনায় - অনিমিখ পাত্র
  • সাক্ষাৎকার


    এই বিভাগে পাবেন এক বা একাধিক কবির সাক্ষাৎকার। নিয়েছেন আরেক কবি, বা কবিতার মগ্ন পাঠক। বাঁধাগতের বাইরে কিছু কথাবার্তা, যা চিন্তাভাবনার দিগন্তকে ফুটো করে দিতে চায়।


    সম্পাদনায়ঃ মৃগাঙ্কশেখর গঙ্গোপাধ্যায়
  • গল্পনা


    গল্প নয়। গল্পের সংজ্ঞাকে প্রশ্ন করতে চায় এই বিভাগ। প্রতিটি সংখ্যায় আপনারা পাবেন এমন এক পাঠবস্তু, যা প্রচলিতকে থামিয়ে দেয়, এবং নতুনের পথ দেখিয়ে দেয়।


    সম্পাদনায়ঃ অর্ক চট্টোপাধ্যায়
  • হারানো কবিতাগুলো - রমিতের জানালায়


    আমাদের পাঠকরা এই বিভাগটির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন বারবার। এক নিবিষ্ট খনকের মতো রমিত দে, বাংলা কবিতার বিস্মৃত ও অবহেলিত মণিমুক্তোগুলো ধারাবাহিকভাবে তুলে আনছেন, ও আমাদের গর্বিত করছেন।


    সম্পাদনায় - রমিত দে
  • কবিতা ভাষান


    ভাষা। সে কি কবিতার অন্তরায়, নাকি সহায়? ভাষান্তর। সে কি হয় কবিতার? কবিতা কি ভেসে যায় এক ভাষা থেকে আরেকে? জানতে হলে এই বিভাগটিতে আসতেই হবে আপনাকে।


    সম্পাদনায় - শৌভিক দে সরকার
  • অন্য ভাষার কবিতা


    আমরা বিশ্বাস করি, একটি ভাষার কবিতা সমৃদ্ধ হয় আরেক ভাষার কবিতায়। আমরা বিশ্বাস করি সৎ ও পরিশ্রমী অনুবাদ পারে আমাদের হীনমন্যতা কাটিয়ে আন্তর্জাতিক পরিসরটি সম্পর্কে সজাগ করে দিতে।


    সম্পাদনায় - অর্জুন বন্দ্যোপাধ্যায়
  • এ মাসের কবি


    মাসের ব্যাপারটা অজুহাত মাত্র। তারিখ কোনো বিষয়ই নয় এই বিভাগে। আসলে আমরা আমাদের শ্রদ্ধা ও ভালবাসার কবিকে নিজেদের মনোভাব জানাতে চাই। একটা সংখ্যায় আমরা একজনকে একটু সিংহাসনে বসাতে চাই। আশা করি, কেউ কিছু মনে করবেন না।


    সম্পাদনায় - নীলাব্জ চক্রবর্তী
  • পাঠম্যানিয়ার পেরিস্কোপ


    সমালোচনা সাহিত্য এখন স্তুতি আর নিন্দার আখড়ায় পর্যবসিত। গোষ্ঠীবদ্ধতার চরমতম রূপ সেখানে চোখে পড়ে। গ্রন্থসমালোচনার এই বিভাগটিতে আমরা একটু সততার আশ্বাস পেতে চাই, পেতে চাই খোলা হাওয়ার আমেজ।


    সম্পাদনায় - সব্যসাচী হাজরা
  • দৃশ্যত


    ছবি আর কবিতার ভেদ কি মুছে ফেলতে চান, পাঠক? কিন্তু কেন? ওরা তো আলাদা হয়েই বেশ আছে। কবি কিছু নিচ্ছেন ক্যানভাস থেকে, শিল্পী কিছু নিচ্ছেন অক্ষরমালা থেকে। চক্ষুকর্ণের এই বিনিময়, আহা, শাশ্বত হোক।


    সম্পাদনায় - অমিত বিশ্বাস

জয়শীলা গুহ বাগচী



এ মাসের কবি - অগাস্ট ২০১৪
জয়শীলা গুহ বাগচী


কবিতাতেই তো পরিচয়
আর আলাদা করে পরিচিতি পর্বটা না থাকলেই ভালো হতো... মনে করে জয়শীলা খুব খুব সংক্ষেপে কয়েকলাইন...

জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা স্কুলজীবন থেকে কবিতার সাথে বসবাস ২০০৫ সালে প্রথম লিটল ম্যাগে কবিতা প্রকাশ একমাত্র কবিতার বই দেবদারু অপেরা ২০১৩ সালে প্রকাশিত পেশা শিক্ষকতা জলপাইগুড়ি দূরদর্শন কেন্দ্রে আংশিক সময়ের সঞ্চালিকা

ব্যাস এবার কবিতায় অনেকটা জয়শীলা এ মাসের কবি...



জয়শীলা গুহ বাগচী-র কবিতা



চোরকাঁটা

ভয় বলে ডাকলে
ছটফটে চায়ের কাপ
ধোঁয়া উপচানো মিস্টিক
অবিশ্বাসের কারিগরি
জড়িয়ে মড়িয়ে তাকিয়ে থাকে
যেমন মতিগতি!

                         
রাস্তার মাঝখানে
মাঝেমাঝে
পুটুনদার বাড়ি
এত খালি হাত
হয়নি কখনো
ক্যারমের গুটি গুনে গুনে
সংখ্যা পেরিয়ে গেছে
সংখ্যারা এখন অগোছালো গান

যাজক হারিয়ে
কফিন ভরে ওঠে রঙিন চুড়িতে
খিলখিল হাসে সুইসাইড
মৃত ডাকলে
পায়রা ছড়িয়ে যায় ঠোঁটে

ভাঙ্গাচোরা রাস্তার ভেতর
কাঁকড়ার হাঁকডাক
চমকে ওঠে শিরোনাম
দুপুরের ঘুম মানে তরল অমনোযোগ
বিছানার ঢেউ থেকে
উঠে পড়ে অতীত
যেমন প্রশ্রয়ের হাসি...



রঙ্গ

ঝুমুরের খেউরে ডানা ঝাড়ে বাদুড়
ঠোঁটের কষে গড়িয়ে যায় অবাক
ঘন হয় আইশ্যাডো

জুতোর তলা আর পিঁপড়ের বিস্ফারিত পেট
ছোট ছোট পেট খেলা করে উঠোনে
পেটের মধ্যে বড় হতে থাকে জুতো

ক্রমাগত জমি খুলে ফেলে নির্ভার হয় বাসযোগ্যতা
বোকাসোকা জামার করিডর
আলনায় নিয়তি ঝুলিয়ে রাখে



পোকা

মাথার ওপর থেকে বৃষ্টি সরে গেলে
ওমন বন্ধুও
তালসারি চলে যায়
ফুঁয়ের সমান কিছু
সাদাকালো
অহংকারী চামড়াছুতো
ওহো
যাদের জন্য থার্মোমিটার আর ডাস্টবিন

গ্রীষ্ম চলতে চলতে
এই এক ঠাঁই
বালিকার স্নেহপারাবত
প্রাচীন কথকতা
সিনেমার ক্যান ভরে দেবে
যদি
খাদকের চাটনি
আর
মাছির পুঞ্জ পুঞ্জ ধারাপাত
চ্যাটচ্যাটে ফাঁকি
শেপাশের কবুতরা ফুল যেন
এই প্রাত্যহিক রজঃ

এখন আঙ্গিক
চৈ চৈ বলে ডাকলেও
সাদা ধপধপ করে না
রজকিনী
গা থেকে খসে গেছে রামী
এখন হট চিকেনের
মুচমুচে পেয়াসা
কলহান্তরিতা রাধা

গা কাঁটা দেওয়া
ফেরানোর ইচ্ছে
কাশতে কাশতে
উপচানো দমক
শাওয়ারের সান্ত্বনায়
সতেজ
বমি পরবর্তী শান্ত অবতারণা

দেওয়ালের কুহর সাবধানী

একদিন ঝোড়ো রাগ
দুধভাতে মেশে
পরক্ষণেই
চোখ থেকে দুধ পড়ে টপটপ
মাঝি মাল্লার সামলাও গান
নৌকোর মুখ ডুবে যায় দুধে
    


উচ্চারণ

ভার
অস্থিরতা বেঁধে নিলে হাতে
জামাকাপড়ের ফাঁক বরাবর
কত মানুষ তলিয়ে যায়
যেখানে

তোমার নাম পিথাগোরাস

জল
ঝাপসা দিন থেকে উপোসী হাঁ
সেতুর নাম চালাকি
                জলের নাম ভয়
কেন না

মনখারাপের  উৎস ভেঙে যাবে এবার

মুখ
কলমের আদল ছুঁয়ে দিলে
তোমার জমানো ধাঁধা আর
নারকেলপাতার পেছল

যেখানে
আমি নেই বলে   আমারই উচ্চারণ



জুতো

তানিয়ার সন্ধ্যেটা ঠিক ওর জুতো, শ্যাবি কবে একটা ভাল জুতো কেনা হবে আর সন্ধ্যেটা বদলে গিয়ে ঝলমলে হয়ে উঠবে তা সে জানে না খুব ব্যস্ত হয়ে ও ঘুরতে থাকে সন্ধ্যের চারদিকে সন্ধ্যেটা ষড়ভুজ সব বাহু ছুঁয়ে ও মাঝে এসে দাঁড়ায়, হাই তোলে জুতোটা ডুবে যাচ্ছে রাতে তানিয়া হাত দিয়ে রাত ঝাড়তে থাকে
                      


ফাঁক

যেভাবেই ইট গাঁথা হোক
একটা হাসিমুখ ফাঁকি
মাঝবরাবর গা এলিয়ে
উদ্দেশ্যকে বিবিধ বলে ডাকে
বাটোয়ারার পর
যা থাকে

সরল বাংলা মানে বই
স্বজাতীয় আড্ডা

অথবা

নাকি সুর

যাই হোক

ঝাউবনে আঁশবটির গল্প ফুরোয় না



চুলা

নীচে রেখে যাওয়া অসুখ
ছেড়ে যাওয়া অনুবাদ
টুপটুপ রেডিটাসকের শিশির

খেলনা বাড়ী থেকে
খুঁজে নিই রোদের রাপচার
   
এইতো বুদ্ধ কফি তুলো
এবার ছুটি ঘোড়ার নালের স্ট্রেচারে
ছুট ছুট
চড়াই  উৎরাই

একটা ঝর্ণায় ধুয়ে যায় রক্ত
হাত ঢুকিয়ে দিই পাহাড়ের পেটে
ছিঁড়ে আনি আনন্দ
আর
নামতে নামতেই

সব রান্না হয়ে যায়



জানি

মুঠো খুলে দেব
জলের ভেতর উড়ে যাক
সাদা বক
যেভাবে উড়ে যায় অপ্রকাশ
কোন এক সীমিতের বোঝাপড়ায়
কিন্তু সেলাই চায়নি তো
জামাকাপড়ের মাপ
প্রতিদিন বদলে গেলে
সেই গাছপালা হেসে ওঠে
যারা শেকড় ভুলে গেছে
যাদের রঙ আজো আমি
নীল বলে জানি



কয়েক দফা

এখনো স্পষ্ট হোল না
সম্মোহনের ইতিহাস
বিমূর্ত মেঘ যেন
লুকিয়ে রেখেছে
ফোঁটা ফোঁটা বাষ্পের ক্লান্তি
কথাও দুই পথ ধরে
মুছে নেয় আদানপ্রদান
বৃষ্টির পর ঝকঝক করে শুঁয়ো
শুয়ে আছি যেখানে
স্কেল বরাবর

বড় হয় পেছনের ছুরি
My Blogger Tricks

৩টি মন্তব্য:

  1. জুতোর তলা আর পিঁপড়ের বিস্ফারিত পেট
    ছোট ছোট পেট খেলা করে উঠোনে
    পেটের মধ্যে বড় হতে থাকে জুতো.......

    adbhut ghor e rekhhe day ei pet ei juto ei ...vabi amio uthone dekhte pabo nijeke...oi vabe...darun darun....(astanirjan)

    উত্তরমুছুন
  2. এক একটি শব্দ গভীরতায় ডুব দিতে শেখায় ,
    অনন্য গভীর লেখনী ।

    উত্তরমুছুন