জাতীয়তাবাদ কেন যেন ভারতীয়দের মন থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে, ২৬শে জানুয়ারী আর ১৫ই আগষ্ট শুধুমাত্র সেটা মনে করার দিন। কমেছে এই সম্পর্কিত কবিতা, আলোচনা, সিনেমা এবং ছবি। শিল্পী হরেরাম সাহ উত্তরবঙ্গবাসী, কলিকাতার হট্টগোলের প্রভাব সেখানে কম। তাই হয়তো এই ধরণের ছবি সে আঁকার উদ্যম ও সাহস রাখেন। ছবিতে নিসর্গটি ভারতীয় জাতীয় পতাকার আদতে তৈরি। আছেন বিতর্কিত জাতীর জনকের মুখ ঠিক চিত্রপটের মধ্যেখানে। তাঁর মুখমণ্ডলটি ঢাকা আছে পদ্মফুল দিয়ে। সেই পদ্মফুলে দেশের বিভিন্ন মোটিফ চিত্রিত আছে। তাই তেলরঙে আঁকা "মেরে ভারত মহান" শিরোনামে ছবিটি আমাদের কিছুটা ভাবাবেই।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন