স্কুলের বাংলা রচনাতে "শরৎকাল" আমাদের মুখস্ত, পাকা ধান, কাশফুল, বৃষ্টিস্নাত পুরুষ্ট সবুজ গাছের জঙ্গল, নির্মল রোদ ইত্যাদি ইত্যাদি। সঙ্গে আছে বাঙালীর সেরা উৎসব দূর্গাপুজা। শিল্পীর চোখে তা দেখতে কেমন? শিল্পী ধর্মীয় অনুষঙ্গ বাদ দিয়ে নিয়েছেন শুধু প্রাকৃতিক নির্যাস, আর তাই গণেশ হালুয়ের গুয়াশে আঁকা "শরৎ" শিরোনামে ছবিটিতে আমরা পাই উজ্জ্বল হলুদ, সিঁন্দুরে লাল, সবজে জমি আর কাশফুল। অনবদ্য রচনা।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন