সরস্বতী নদী, যিনি ছিলেন যুদ্ধের দেবী হিসাবে চিহ্নিত, নদী তীরে ঋকবেদ ও স্মৃতিশাস্ত্র লেখার পরে তিনি রূপান্তরিত হন জ্ঞানের দেবী হিসাবে, এখন বিলুপ্তপ্রায়। সেই পবিত্র নদীর স্থান এখন স্মৃতিপটে। জ্ঞান অর্জনের উৎসমুখটিও হাল একই। টেম্পারায় আঁকা "পবিত্র সরস্বতী-২" ছবিটিতে অমিত বিশ্বাস সেই উৎমুখটির মিথ অনুভব করার চেষ্টা করেছেন। ছবির শুরু হয় ঘেরা দেওয়াল দিয়ে। কিভাবে বৈষয়িক, ধর্মীয় এবং অন্যান্য বাধা পার করে নদীর ওপারে উলটো ত্রিভুজ সদৃশ্য উৎসমুখে পৌঁছানো যায় তার মার্গ খোঁজার চেষ্টা করেছেন শিল্পী। মিথ এবং নিসর্গ-সমৃদ্ধ এই ছবিটি সফল কিনা সেটি নির্বাচনের ভার বোদ্ধা দর্শকের হাতে ছেড়ে দেওয়াই ভালো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন