মাধুকরীর
কড়ি
১
আরেকটা
যুদ্ধের জন্য
ঘোড়ার যেমন ইচ্ছে সাজ
আরেকটা
যুদ্ধের জন্য
কবুতরের মাংস
আর
আরেকটা যুদ্ধের জন্য
কুসুম ফুটিয়া যায়
পায়রাদের
ওড়াউড়ি বিষয়ে
ধানি লংকাদের অমিত কলম
এখানে
একা একা পড়ে আছে
আরেকটা
যুদ্ধের জন্য জাহাজ ভর্তি রাতপোশাক...
২
ঘুম
ভাঙানোর শেষে শহরটা দেখে কেউ নেই
কে ভাঙালো তবে
এক টুকরো
পা কয়েক কুচি আঙুল প্রান্তিকতম চুল
ঢাকা নাক বেঢপ কানের মালা
লোমশ শরীরে ওম
ছবি
কিন্তু ছবি নয় ঘুটে পুড়লে ধোঁয়া পুড়লে ছাই
খোওয়া যাওয়া ঘড়ি সময় নয়
বিজ্ঞাপনে ন্যাপকিন
আউল বাউল এতোল বেতোল হেঁটে
গলিমুখে যুগান্তের পলিপ্যাক
হত্যার
নাড়িভুড়ি খুঁজে পাচ্ছে না শ্মশানের পথটা...
৩
কতদিন
সেক্স করেনি নদী
জল বয়ে যাওয়া শুধু নাভি মুচড়িয়ে
এই
এইমাত্র সারসের ঠোঁটে সৎকার
পশ্চিমের আলো ভরা ভাদ্রমাস
এত জল জলের আহ্লাদ গতি ঝালা সরোদের
নিঙড়ে
নেওয়া ক্রোধ ফুঁসে ফুঁসে আলা হয়ে আসে
ফসল ফলে
আছে আকাশের আলে আলে
দানা শষ্যে ভরে আছে মেঘের অশ্রু
কোথাও তো যাবে সবুজের লনক্লথ
বিছানার
দোটানায় ঘুম ঘুম মনের দোঁয়াশ
স্থানু
পায়ের বেড়ি কেটে নদীচলনে মিশে যেতে চায়
তারও বহুদিন সেক্স হয়নি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন