কার্নিশ
বিন্দু থেকে সরে যাচ্ছে সহ্য
সরতে সরতে কার্নিশের ধার ঘেঁসে
একটু থামলো যেই -
চলন থেমে যায় নি
পায়ের পাতা থেকে মাটি সরে যাচ্ছে
কাঁপুনি টের পাচ্ছ?
চমক লুকিয়ে আছে বিদ্যুতের খাঁজে
ক্যানেস্তারা পিটিয়ে
ঘুম তাড়াচ্ছে দারোয়ান
চৌকাঠ
এখানেও ছিল চৌকাঠের
গল্প
আধুনিক বাড়িতে যেমন থাকে না
উঠোন, পাঁচিল আর রোদ্দুর।
হোঁচট খাওয়া থেকে গোড়ালির ফুলে ওঠা পর্যন্ত যথাযথ।
লোহার বালতি ঠোনা খেয়ে
চলকে ওঠা চোকাঠ কখনই উহ্ করতে শেখে নি।
ফেটে যাওয়া ধার দিয়ে গড়িয়ে নামা জল
চৌকাঠ পেরিয়ে যাওয়ার ক্লান্তিতে
ঘাড় নুইয়ে পড়া বালতির কাছে ফিরে যেতে চায়।
আমাদের ঘরে চৌকাঠ নেই
যখন তখন পেরিয়ে যাওয়া আছে
ফেরাও আছে রাতারাতি
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
natun...
উত্তরমুছুন