আমার
ভেতরে নদী গড়িয়ে নামছে
সঙ্গে
অ্যালজোলাম, সঙ্গে ১০৮ প্রভূপাদ বিষাদ গোস্বামী
দরজা
বাতাস বলছে
ভেতরে
মাংস পদাবলী, ভেতরে তন্ত্রের ভিটামিন
আয়নায়
ফিরে এসে কী লাভ
তুমি
মিরর মানোনা আমি জানি
প্রতিবিম্ব
শ্বাস নেবে এইরূপ হাওয়া
পা
থেকে সেরিব্রাল অবধি ওয়াশিংটন
আত্মনিয়ন্ত্রণ
কোনো অ্যান্টিবায়োটিক নয়
৫০
হাজার শুক্রবার আসলেও
এই
শূন্যতা... অতি সূক্ষ্ম ধুলোবালির ঐক্য
ফিরে
যাবে না
এই
টক-টক সন্ধেগুলো বোরড করে দেবে
হাফটার্ন
রঙগুলো
মানানসই কাচপোকা হলে
দৃষ্টিভঙ্গি
উড়ে যেত
আকাশ
সূত্রে ভাসত পটাশিয়ামের ভোর
কালো
কমলা কতরকমের উপেক্ষা
গঞ্জে
লেবু-লজেন্স ভাইবোন
স্টেশনের
বিষয় হয়ে আছে
লাল
পিঁপড়ের মুখে মিহিদানার রিংটোন
এখনও
কিছু সম্পর্কের কপি পাওয়া যাচ্ছে
সংগ্রহে
রাখার মতো মনখারাপের রবিবার
বারমুডা
পরা মফস্বলের বেলা
ধানগাছের
পাশে গা-খসা সিমেন্টের
‘অসীম আর ফিরবে না’
জাগাবার
সাহস ভাঙাতে নেই
না
পারার পুরনো এই দেশে
রিপোর্ট
অবসাদের
ওপর আলো ফেলছি
স্নায়ুর
সমস্ত রং কভার করছে না
প্রোটিনের
মাঝখানে দাঁড়িয়ে আমরা সাড়া নিচ্ছি
কেবল
হলুদ কুসুমের ওপরে সাদা অ্যালবুমিন
বাউন্ডারি
লাইনের বাইরে তখন রোদ চলে যাচ্ছে
দীর্ঘশ্বাসের
বোতাম ঘর পেরোচ্ছে
জার্নি
বোলো না তাকে
শুধু
হাল্কা ভিটামিন
ছড়িয়ে
পড়ছে সাময়িক
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন